প্রচ্ছদ

মহেশপুর উপজেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মহেশপুর উপজেলা সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী ১ বছরের জন্য ১৯ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোহা. সোলাইমান চৌধুরীকে সভাপতি এবং বাংলা বিভাগের শিক্ষার্থী মো. হাসিব হাসান সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি বাধন রায় ও মাসুদ রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আসাদুল্লাহ গালিব ও ইয়াসমিন আক্তার কেয়া, সাংগঠনিক সম্পাদক সিফাত শাহরিয়ার সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক ইমামুল হাসান, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, কোষাধ্যক্ষ জুবায়ের হোসেন, প্রচার সম্পাদক তারিফ হোসেন, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহমান, ক্রীড়া সম্পাদক আবু বক্কর।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, মো. সালিমুর, হাসানুজ্জামান শিমুল, মো. তুষর, মো. উজ্জ্বল হোসেন, ইশরাত জাহান ঐশী ও আসিফ রানা। এছাড়া, কার্যনির্বাহী সদস্যের আরো চারটি পদ ফাঁকা রাখা হয়েছে। পরবর্তীতে এই চারজনের নাম ঘোষণা করা হবে।

নতুন কমিটির সাধারণ সম্পাদক বলেন, আমরা নতুন কমিটির সকলে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করবো। এজন্য সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগীতা কামনা করি।

মো. নাজমুল হুদা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

আরও পড়ুনঃ  ছাত্রকে গুলি করা সেই শিক্ষকের নামে মামলা
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *