Site icon Renesa Times

এশিয়া কাপের প্রথম ম্যাচে লিটন খেলতে পারবেন কি?

গতকালই এশিয়া কাপে খেলতে শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দলের সাথে যেতে পারেননি অন্যতম ওপেনার ও উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস।

জানা গেছে জ্বরে আক্রান্ত লিটন। আজ সোমবার জ্বর কমলে তার শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল। তবে জ্বর না কমায় আজও শ্রীলঙ্কায় যেতে পারেননি লিটন।

এখনো লিটনের বিকল্প হিসেবে কাউকে ডাকেনি বিসিবি। হাতে অবশ্য খুব একটা সময়ও নেই। ৩০ আগস্ট বুধবার শুরু হবে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপের চলতি আসর।এশিয়া কাপের প্রথম ম্যাচে লিটন খেলতে পারবেন কী? বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৩১ আগস্ট।

তাই এশিয়া কাপের প্রথম ম্যাচে লিটনকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কারণ লিটন শ্রীলঙ্কা পৌঁছাতে পারলেও খেলতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আগামী ৩ সেপ্টেম্বর। পাকিস্তানের লাহোরে সে ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান।


রেনেসাঁ টাইমস/সিয়াম

Exit mobile version