Site icon Renesa Times

শরীয়তপুর ডিবেটিং সোসাইটির অভিষেক

‘যুক্তির আলোতে কাটাবো অন্ধকার, দীপ্ত মশাল হাতে এ আমাদের অঙ্গীকার’ এই স্লোগানকে ধারণ করে শিক্ষার্থীদের দক্ষতা ও যুক্তিবাদী চিন্তা উন্নয়নের লক্ষ্যে এ ডিবেটিং ক্লাব গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার শহরের একটি অডিটরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ডিবেটিং সোসাইটির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবেট বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট মো. দেলোয়ার হোসেন।

অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, শরীয়তপুর ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর শাফিউল আলম শাহীন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে ডিবেটিং সোসাইটির কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সা’দ আল সাইফিকে প্রেসিডেন্ট ও সাইদ মাহমুদকে জেনারেল সেক্রেটারির দায়িত্ব প্রদান করা হয়।

Exit mobile version