ঢাকার মিরপুরে অবস্থিত পিজ্জা বার্গের মালিক মীর মেহেদী বৃহস্পতিবার রাতে একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেন। তিনি এবং তার দল ঢাকার বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে গরিব ও অসহায় মানুষদের মাঝে পিজ্জা বিতরণ করেন।
মেহেদী বলেন, “থার্সডে নাইট বলতে আমরা জানি সবাই রাত্রে বের হয়ে সারা রাত হয় তো মজা বা পার্টি করবে। কিন্তু হটাৎ মনে হলো, সবাই তো আসলে এতো লাকি না। কেউ দায়িত্বের জন্যে অথবা কেও কর্তব্যের জন্য কাজে বেস্ট। কারো বা পিজা কিনার সামর্থ নেই। তাই পুরো টিম নিয়ে সারা রাত সবার মাঝে পিজা বিতরণ করলাম।”
তিনি আরও বলেন, “আমি চাই যে, সবাই যেন পিজ্জার স্বাদ নিতে পারেন। পিজ্জা শুধুমাত্র একটি খাবার নয়, এটা একটি আনন্দের অনুভূতি। আমি চাই যে, সবাই যেন এই আনন্দের অনুভূতি উপভোগ করতে পারেন।”
মেহেদীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন অনেকেই। তারা বলেন, “এটা একটি খুবই ভালো উদ্যোগ। এটা আমাদের সবাইকে শিখিয়েছে যে, আমরা আমাদের আশেপাশের মানুষদের জন্য কিছু করতে পারি।”
পিজ্জা বিতরণকালে মেহেদী এবং তার দলকে বিভিন্ন মানুষ সাদরে গ্রহণ করেন। তারা মেহেদীকে ধন্যবাদ জানান এবং তার এই উদ্যোগের জন্য তাকে অভিনন্দন জানান।