বাংলাদেশের ২৫ টি সরকারি-বেসরকারি সাইট ভারতীয় হ্যাকারের দখলে৷ এদিকে প্রতিশোধ পরায়ণ বাংলাদেশের অনিবন্ধিত হ্যাকার দল তাদের মিশনে ভারতীয় ৪শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট দখল করে নিয়েছেন বলে অবগত করছেন তাদের অফিশিয়াল ফেসবুক পেইজের মাধম্যে।
বাংলাদেশ সিভিলিয়ান ফোর্সের ফেসবুক থেকে নেওয়া:
[caption id="attachment_1817" align="aligncenter" width="720"] বাংলাদেশ সিভিলিয়ান ফোর্সের ফেসবুক পেইজ থেকে নেওয়া ছবি। [/caption]
ভারত বাংলাদেশের ২৫ ওয়েব সাইট ডাউন করেছে বলে সবাই আতংকিত হয়ে পোস্ট দিচ্ছেন এবং সংবাদ শিরোনাম হচ্ছে।
কিন্তু আপনার ছেলেরা " বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স " গত তিন দিন থেকে ভারতীয় সরকারি বেসরকারি এবং তাদের ব্যাংক খাত এর ডাটা বেইজ লিকডসহ ভারতীয় ৪০০ ওয়েবসাইট হ্যাকড করা হয়েছে।
আতংকিত না হওয়ার আহবান এই হ্যাকার দলের।
আমরা আগেই কথা দিয়েছিলাম বাংলাদেশের সাইবার স্পেস আক্রমনের প্রসঙ্গ উঠলে বাংলাদেশ কিন্তু বসে বসে আঙুল চুষবে না বরং কাউন্টার হবে ক্ষত - বিক্ষত।
আমরা আমাদের নাগরিকদের বলবো আতঙ্কিত হওয়ার কিছু নাই বাংলার সন্তানরা ভয়াবহ কাউন্টার এ বিশ্বাসী।
অনেকেই কমেন্টে দোষ দিয়ে থাকেন এরকম " আপনারা থাকতে দেশের সাইটের ক্ষতি হয় কিভাবে? "
আপনার যেনে রাখা দেশের সরকারি সাইট দেখাশুনা করার দায়িত্ব বা এক্সেস আমাদের নেই।
তবে আশ্বস্ত এই যে, আমরা যদি দেশের সরকারি সাইটের দেখা শুনা করার দায়িত্ব পাই বাংলাদেশের বেসরকারি সাইট ব্যাতিতো গভ: সাইটের ক্ষতি কোনো বহিরাগত দেশ করতে পারতো না বরং উল্টো কাউন্টার খেয়ে তাদের অপারেশন বন্ধ করতে ব্যাস্ত হয়ে যেতো।
দেশের সরকারি সাইটের দায়িত্ব অজ্ঞ কিছু ব্যাক্তিদের হাতে থাকায় সাইট আপডেট এর নাম করে বাংলাদেশ সরকারি থেকে বিপুল অর্থ নিয়ে যাচ্ছে অথচ সাইটে নেই কোনো সিকিউরিটি।
আমাদের দেশকে কেউ মিডেল ফিংগার দেখালে আমরা তাদের ডাবল মিডেল ফিংগার দেখিয়ে দিব।
সূত্র: বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স