গুচ্ছভুক্ত ২২ টি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তির ফি প্রদানের জন্য আজ দুপুর ১২:০০টা থেকে আগামীকাল ১০ আগস্ট রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত সময় পাবে একজন শিক্ষার্থী।
এছাড়া আগামী ১০ ও ১১ আগস্ট প্রতিদিন সকাল ১০:০০টা থেকে বিকাল ৪:০০ টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।
আজ দুপুর বারোটায় শিক্ষার্থীরা GST ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd) তাদের নিজস্ব আইডিতে আইডি নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে দেখতে পারবেন তিনি কোন বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ে মনোনয়ন পেয়েছে।
নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাথমিক ভর্তি ফি ৫০০০ হাজার টাকা ও মূল নম্বরপত্র জমা না দিলে পরবর্তীতে GST-এর কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না।