শিক্ষা
Trending
গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি শুরু
গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি শুরু আজ দুপুর ১২টা থেকে।
গুচ্ছভুক্ত ২২ টি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তির ফি প্রদানের জন্য আজ দুপুর ১২:০০টা থেকে আগামীকাল ১০ আগস্ট রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত সময় পাবে একজন শিক্ষার্থী।
এছাড়া আগামী ১০ ও ১১ আগস্ট প্রতিদিন সকাল ১০:০০টা থেকে বিকাল ৪:০০ টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।
আজ দুপুর বারোটায় শিক্ষার্থীরা GST ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd) তাদের নিজস্ব আইডিতে আইডি নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে দেখতে পারবেন তিনি কোন বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ে মনোনয়ন পেয়েছে।
নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাথমিক ভর্তি ফি ৫০০০ হাজার টাকা ও মূল নম্বরপত্র জমা না দিলে পরবর্তীতে GST-এর কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না।