লটারি পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া বাতিলের দাবিতে রাজধানীর মিরপুর রোডে সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের ফলে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তবে প্রিন্সিপাল ব্রিগেডিয়ার কাজী শামীম ফরহাদের অনুরোধে শিক্ষার্থীরা দুপুর সোয়া ১২টার দিকে রাস্তা থেকে সরে যান।
মেধার ভিত্তিতে ভর্তি চায় শিক্ষার্থীরা
শিক্ষার্থীদের দাবি,
"আমরা মেধার ভিত্তিতে ভর্তি চাই। সচিবালয়ে গিয়েও কোনো সমাধান না পেয়ে বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আজ প্রভাতী শাখার শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দিয়েছে। আগামীকাল দিবা শাখার শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেবে। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলন হবে।"
প্রিন্সিপালের বক্তব্য
প্রিন্সিপাল কাজী শামীম ফরহাদ জানান,
"শিক্ষার্থীদের দাবির কথা ওপর মহলে জানানো হয়েছে। তবে এ বিষয়ে আমার কিছু করার নেই। আমি শিক্ষার্থীদের অনুরোধ করেছি যাতে রাস্তায় দুর্ভোগ সৃষ্টি না করে। তারা আমার অনুরোধে রাস্তা থেকে সরে এসেছে। তবে ইতোমধ্যে অনেক যাত্রী ভোগান্তিতে পড়েছেন।"
আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা
শিক্ষার্থীরা জানান, তাদের দাবি শিগগিরই পূরণ না হলে আন্দোলন আরও জোরদার হবে। পরবর্তী কর্মসূচিতে প্রভাতী ও দিবা শাখার শিক্ষার্থীরা একসঙ্গে অংশ নেবে বলে জানিয়েছেন তারা।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর রোডে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে, ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।