রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত তার দেশ। তবে এটি তখনই সম্ভব হবে, যদি তারা রাশিয়ার স্বার্থের কোনো ক্ষতি না করে।
রোববার ভিজিটিআরকে সাংবাদিক পাবেল জারুবিনের সঙ্গে এক সাক্ষাৎকারে পুতিন বলেন, "এটা বাস্তবায়ন করা সম্ভব। সবকিছু নির্ভর করে ইচ্ছার ওপর। আমরা কখনোই এই ইচ্ছা পরিত্যাগ করিনি।"
আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে পুতিন জানান, পরিস্থিতি পরিবর্তিত হলে এবং অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি হলে রাশিয়া তা করতে প্রস্তুত থাকবে। তিনি জোর দিয়ে বলেন, এটি হতে হবে রাশিয়ার স্বার্থের কোনো ক্ষতি না করে।
পুতিন বলেন, "রাশিয়া ও এর জনগণের স্বার্থই অপরিবর্তিত থাকে। সবকিছুই পরিবর্তনশীল হলেও এটি সর্বদা অটল।"
ঐতিহাসিক উদাহরণ উল্লেখ করে তিনি ১৮৫৩-১৮৫৬ সালের ক্রিমিয়া যুদ্ধের প্রসঙ্গ তোলেন। ওই সময়ে রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। পুতিন বলেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গোরচাকভ সেই সময়ে লিখেছিলেন, "রাশিয়া ক্রুদ্ধ নয়, রাশিয়া কেন্দ্রীভূত হচ্ছে।"
তিনি আরও উল্লেখ করেন, ক্রিমিয়া যুদ্ধের পর রাশিয়া ধীরে ধীরে নিজের অধিকার পুনরুদ্ধার করে এবং শক্তিশালী হয়ে ওঠে। ঐতিহাসিকদের অনেকে এই যুদ্ধকে ‘শূন্য বিশ্বযুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন, কারণ তৎকালীন বেশিরভাগ ইউরোপীয় শক্তি এতে রাশিয়ার বিরুদ্ধে অংশ নেয়।
পুতিন বলেন, "পরিস্থিতি পরিবর্তিত হয়, এবং সেই দেশগুলোই পরে বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার মিত্র হয়ে ওঠে। সবকিছু পরিবর্তনশীল, কেবল স্বার্থই অপরিবর্তিত।"