ফেসবুকে নানা রকম মানব সেবার নাম করে মানুষের কাছ থেকে এখন পর্যন্ত হাতিয়েছে কয়েক লক্ষ টাকা। পাশাপাশি লা-লিগাসি হোলসেল প্রতিষ্ঠানের শেয়ার বিক্রয়ের নাম করে মেহেজাবিন , শাহানা আক্তার , লিপি আক্তার , নোভেল মাহমুদ এবং নূহা আক্তার সহ বেশ কয়েকজনের কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে তাদের টাকা দিতে অস্বীকার করে।
টাকা না পেয়ে পারভেজের বিরুদ্ধে মামলা করে মেহেজাবিন। মামলা করার ফলে বিভিন্ন ধরনের হুমকি দেয় পারভেজ। আজ আদাবর থানা পুলিশ গ্রেফতার করেছে এই মানবতার ফেরিওয়ালাকে।
মামলার বাদী মেহেজাবিনের দাবী কয়েক দফা টাকা চাওয়ার পর নানা ধরনের হুমকি দেয় পারভেজ। পারভেজের ফাঁদে পা দিয়ে মেহেজাবিন- শাহানা আক্তার সহ আরো অনেকেই আজ নিজেদের সংসার জীবনে সমস্যার মুখোমুখি হয়ে পড়েছে।
লা-লীগাসি হোলসেল প্রতিষ্ঠান ছাড়াও পারভেজ পিএইচ টাভেলস এভরোট নামের আরো একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। বাদীর দাবি সেই প্রতিষ্ঠান থেকেও বিদেশে লোক নেওয়ার নাম করে মানুষের টাকা আত্মসাৎ করেছে পারভেজ হাসান।
রেনেসাঁ টাইমস/এডএইচআর