Site icon Renesa Times

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন, শহীদ ওয়াসিম উদ্দিনের নামে নামকরণ

চট্টগ্রাম নগরের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করে শহীদ ওয়াসিম উদ্দিনের নামে নামকরণ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ হওয়া চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিম উদ্দিনের স্মরণে এই নামকরণ করা হয়েছে।

গতকাল বুধবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নেয়, যা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নিশ্চিত করেছে। আনুষ্ঠানিকভাবে যান চলাচল শুরুর আগে এই নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়।

আজ শুক্রবার থেকে টোল আদায়ের মাধ্যমে এক্সপ্রেসওয়েতে আনুষ্ঠানিকভাবে যানবাহন চলাচল শুরু হবে। এর আগে নগরের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত নির্মিত এই এক্সপ্রেসওয়ের নাম দেওয়া হয়েছিল চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নামে।

নতুন নামকরণে শহীদ ওয়াসিম উদ্দিনের স্মৃতি ও চট্টগ্রামের ইতিহাস আরও সমুন্নত হবে বলে আশা করা হচ্ছে।

Exit mobile version