ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিবির সেক্রেটারি ফরহাদ ও হল ছাত্রলীগের ফরহাদ এক ব্যক্তি নন, এমন তথ্য নিশ্চিত করেছেন ছাত্রলীগ নেতা এস এম ফরহাদ হোসেন। সম্প্রতি অনলাইনে এই বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি হলে তিনি নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি পরিষ্কার করেছেন।
এসএম ফরহাদ হোসেন ঢাবির ২০১৬-১৭ সেশনের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্র এবং হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি ফেসবুক পোস্টে জানান, তার নামের সঙ্গে তার ছোট ভাই এস এম ফরহাদের নামের মিল থাকায় অনেকে বিভ্রান্ত হচ্ছেন। এ বিষয়ে তিনি নিজের পরিচয় পরিষ্কার করে লেখেন, “আমার নাম-SM Farhad Hossain, সেশন-২০১৬-১৭, বিভাগ-ফার্সি ভাষা ও সাহিত্য, বাড়ি-সাতক্ষীরা। আর আমার হলের ছোট ভাইয়ের নাম-SM Farhad, সেশন-১৭-১৮, বিভাগ-সমাজকল্যাণ, বাড়ি-চট্টগ্রাম।”
তিনি আরও বলেন, “ঢাবি শিবিরের সেক্রেটারি আমার হলের ছোট ভাই, অমায়িক ছেলে। হল ডিবেটিং ক্লাবের জুনিয়র। ছোট ভাইয়ের জন্য অনিঃশেষ শুভকামনা।”
এদিকে, তার এই পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি পরিষ্কার করেছেন এবং বিভ্রান্তি দূর করেছেন।