প্রচ্ছদ

আল্লামা সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

এম আর আমীন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ বুধবার।

জানা গেছে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মুসুলি­ পরিষদের উদ্যোগে বুধবার (১৪ আগস্ট) বিকেল ৪টা থেকে এশা পর্যন্ত আলোচনা ও দোয়া মাহফিল চলবে। এ ছাড়া আজ সকাল ১০টা থেকে বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদ খুলনার উদ্যোগে দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসা মিলনায়তনে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহিঃ) এর জীবন কর্মের উপর আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসাতেও দোয়ার আয়োজন করা হবে।

কারাবন্দি অবস্থায় ২০২৩ সালের ১৩ আগস্ট দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগারে অসুস্থতার কথা বলে কারাকর্তৃপক্ষ পরিবারকে না জানিয়ে আল্লামা সাঈদীকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শারীরিক জটিলতা বিবেচনা করে আল্লামা সাঈদীকে ঢাকায় উন্নত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকরা। ওই দিনই কারা কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে আসেন। এ সময় তিনি কারারক্ষীদের কাঁদে ভর দিয়ে এ্যাম্বুলেন্স থেকে নামেন এবং হাত উচু করে জাতীর উদ্দেশ্যে মিস্টি মধুর হাসি দিয়ে ছালাম দেন। তবে পরিবারের সাথে তাকে দেখা করার সুযোগ দেওয়া হয়নি। ১৪ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটে পিজি হাসপাতালে তিনি ইন্তিকাল করেন।

আরও পড়ুনঃ  নগদ ডলার ছাড়াই পণ্য আমদানি করা যাবে
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button